গৌরনদীতে ছাত্রদলের পরিচিতি সভায় দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌর ছাত্রদলের একাংশের গঠিত ৯টি ওয়ার্ড ছাত্রদলের কমিটির পরিচিতি সভায় বৃহস্পতিবার বিকেলে দু’গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় গৌরনদী বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশের বিএনপির অফিসের সম্মুখে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রতিবন্ধীকতার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পৌর ২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ও হামলায় আহত আসিফ ইকবাল অভিযোগ করে, দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থক পৌর ছাত্রদলের অতিউৎসাহী কতিপয় নেতারা পৌরসভার ৯টি ওয়ার্ডে পকেট কমিটি গঠন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই কমিটির পরিচিতি সভায় দলের দুর্দীনের নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন না করার অভিযোগ উত্থাপন করলে ছাত্রদল নেতা সোহাগ, মনির ও তাদের সমর্থকেরা ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এসময় তারাও পাল্টা হামলা চালায়। হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে ছাত্রদল নেতা আসিফ ইকবাল, রাসেল হোসেন, আমানত উদ্দিন, সোহাগ আহম্মেদ, মোঃ বাপ্পী, জামান, জুলহাস, রাসেল আহম্মেদ, জুয়েলসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

গৌরনদী থানার এস.আই অসিম কুমার সিকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা যুবদলের একাংশের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, যারা বাকবিতন্ডা করেছে তারা ছাত্রদলের কেউ নয়, তারা আওয়ামীলীগের দোসর।

অপরদিকে হামলায় আহত পৌর ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অনতিবিলম্বে পৌরসভার ৯টি ওয়ার্ডে গঠিত ছাত্রদলের পকেট কমিটি বিলুপ্ত ঘোষনা করে পূর্ণরায় কমিটি গঠন করার জন্য জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করেছেন।