ঝালকাঠিতে ভ্রাম্যমান দুর্নীতি বিরোধী গণসংগীত ও দেশের গান অনুষ্ঠিত

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ ৮ ডিসেম্বর জাতীয় যুব ও ঝালকাঠি হানাদার মুক্ত দিবস। এ দিবসকে উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পক্ষকালব্যাপী দুর্নীতি বিরোধী প্রচারণার অংশ হিসেবে  ঝালকাঠি শহরের প্রেসক্লাব, জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা, সদর হাসপাতাল, এলজিইডি, কলেজ খেয়াঘাট, বাসস্ট্যান্ড, আবাসন প্রকল্প, গাবখান বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান দুর্নীতিবিরোধী গণসংগীত ও দেশের গাণের আয়োজন করে।

এ আয়োজন শহরের সাধারণ মানুয়ের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। ইয়্যুথ এনগেজম্যান্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য সুভাষ চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এ আয়োজনে সংগীত পরিবেশন করে বাউল শিল্পী সোহরাব হোসেন, মো: মনির হোসেন ও মিন্টু প্রমূখ। শিল্পীরা দুর্নীতিবিরোধী, দেশাত্মবোধক, বাউল ও যুবকদের জাগরণমূলক বিভিন্ন গান পরিবেশন করার পাশাপাশি দুর্নীতিবিরোধী বিভিন্ন শ্লোগান দেয় যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।