বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৩৮৮ জন

উম্মে রুমান, বরিশাল ॥ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩৮৮ জন।

বৃহস্পতিবার দুই পর্বে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস, বরিশাল জিলা স্কুল, মডেল স্কুল এন্ড কলেজ, সরকারী বিএম কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী বরিশাল কলেজ ও সরকারী মহিলা কলেজ, বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সকাল ১০টায় শুরু হয়। ১ ঘন্টার ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে ক ইউনিটে ১ হাজার ৪৬৯ জন এবং খ ইউনিটে ৩ হাজার ৭১৬ জন। প্রথম পর্বে উপস্থিত ছিল ৩ হাজার ৮৭৩ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৩১২ জন।

দ্বিতীয় পর্বে ১ ঘন্টার ভর্তি পরীক্ষা শুরু হয় বিকেল ৩টায়। ২য় পর্বে ‘গ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ৭৪৯  জন। উপস্থিত ছিলো ৩ হাজার ৬৩৬ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১১৩ জন। মোট ৯ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ৫৩৬ জন।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, প্রফেসর মোঃ হানিফ, ড. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর আকতারুজ্জামান, পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতা আনোয়ার হোসাইন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এক প্রতিক্রিয়ায় ভিসি জানান, বিজয়ের মাসে সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে বরিশালবাসীকে আরেকটি বিজয় দিতে পেরেছি। পরীক্ষা প্রত্যাশার চেয়েও ভাল হয়েছে। এখন সেরা পরীক্ষার্থী বাছাই করে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষনা করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।