সাহায্যের আবেদন – একটু সহায়তায় বেঁচে যাবে ইবির মেধাবী ছাত্র আল-আমিনের জীবন

ইয়াছিন মাহমুদঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের মেধাবী ছাত্র মো. আল-আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী। গত ২ ডিসেম্বর ক্যাম্পাসে আসার পথে কেশবপুরে নসিমনের সঙ্গে ধাক্কা খেয়ে ডান পা ভেঙ্গে গিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে। আল আমিন এর স্বপ্ন শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীট বিশ্বদ্যিালয়ে লেখা পড়া শেষ করে ভাল একটা চাকরি করবে এবং দরিদ্র পিতা-মাতার মুখে হাসি ফুটাবে আর কাধে তুলে নেবে পিতার কষ্টের বোঝা। কিন্তু, তার স্বপ্নগুলো মিথ্যার চোরা বালিতে লুকোচুরি খেলছে। অজানা আশংকা তার মাথায় ভর করছে- সে কি একজন স্বাভাবিক মানুষের মত তার প্রিয় ক্যাম্পাসে ফিরে আসতে পারবে? সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার ডানপায়ে অস্ত্রপাচার করতে হবে। অতিদ্রুত সু-চিকিৎসা করতে না পারলে তাকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেহেদী নেওয়াজ। এজন্য আল-আমিনের চিকিৎসাবাবদ প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু আর্থিক অস্বচ্ছল, দরিদ্র দিনমজুর পিতা তার ছেলের চিকিৎসা ব্যয়ভার বহনে দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থায় তার চিকিৎসার জন্য তার পিতা সমাজের বিত্তশালী হৃদয়বান দানশীল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা ডাচ্ বাংলা ব্যাংক কুষ্টিয়া, একাউন্ট নং ১৬৮.১০১.১০২৪৩৩, অথবা সরাসরি যোগাযোগের ঠিকানা মোবাইল নং ০১৭৪৩-৬৪২৯৩০ / লালন শাহ হল কক্ষ নং ৩০৩, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল-আমিন আল-ফিকহ বিভাগের ২০১০-১১শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র। সে ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সেনপুর গ্রামের আব্দুল গনি সরদারের বড় সন্তান।