পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের ৫২টি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী সিভিল সার্জন অফিসের আওতাধীন জেলা স্বাস্থ্য বিভাগের ৫২টি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের চাপের মুখে সিভিল সার্জন গতকালের লিখিত পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

সিএস অফিস সূত্র জানায়,  নিয়োগ বোর্ডেরসভাপতি ও অপর সদস্য বরিশাল থেকে ১০ ডিসেম্বর শনিবার পটুয়াখালী আসার পথে স্থানীয় আওয়ামী লীগ তোপের মুখে পড়ে শারিরীক ভাবে লাঞ্চিত হয়ে ফিরে যান।  একই দিন সন্ধারাতে ২০/২৫জন লোক নিজেদের ক্ষমতাসীন দলের লোক দাবী করে সিএস অফিসে গিয়ে ১১ডিসেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার জন্য চাপ দেন এবং বিভিন্ন হুমকী দেন। সব মিলিয়ে এ অবস্থায় তার পক্ষে পরীক্ষা নেয়া সম্ভব নয় বিধায় স্থগিত করেছেন। এ ঘটনা সংশি¬ষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকেও মৌখিক ভাবে অবহিত করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ জিতেন্দ্র নাথ রায় জানান, নিয়োগ বোর্ডের আহবায়ক স্বাস্থ্য পরিচালক ডাঃ সৈয়দ খায়রুল আনাম ও সদস্য ডাঃ খাঁন মোস্তাক আল মেহেদী নিয়োগ পরীক্ষা উপলক্ষে বরিশাল থেকে পটুয়াখালী আসার পথে শনিবার রাত সাড়ে ৮টায় লেবুখালী ফেরী ঘাটে আক্রান্ত হন। পরে তারা বরিশাল ফিরে যান। এছাড়া একই রাতে সিএস অফিসে গিয়ে হুমকীর ঘটনায় সিভিল সার্জন পটুয়াখালী সদর থানায় একটি জিডি করেছেন। এসব কারনেই গতকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিএস সাহেব শনিবার রাতে একটি জিডি করেছেন এবং অফিসের জন্য পুলিশ প্রটেকশন চেয়েছেন। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)অমল কৃষ্ণ মন্ডল জানান, পরীক্ষা স্থগিত হওয়া খবর পেয়েছি। নিয়োগ বোর্ডে জেলা প্রশাসনের প্রতিনিথি হিসাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোঃ সেলিম ফকির সদস্য আছেন। স্থগিতের ব্যাপারে নিয়োগ বোর্ডের আহবায়ক স্বাস্থ্য পরিচালক ভালো বলতে পারবেন। তবে, গতকাল সিএস অফিসে কিছু লোক যাওয়ার পরে সিভিল সার্জন পুলিশ প্রোটেকশন চেয়েছেন সেটা আমার গোচরে আছে। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতি সৈয়দ খায়রুল আনাম জানান, রবিবার উক্ত পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করে রাতেই মেধা ভিত্তিক ফলাফল প্রকাশের জন্য শনিবার রাতে পরীক্ষা কমিটির সদস্য সহকারী পরিচালক খান মোশতাক আল মেহেদীকে নিয়ে গাড়িযোগে পটুয়াখালী আসার পথে রাত সাড়ে ৮টার সময় লেবুখালী ফেরী ঘাটে ফেরী পৌছলে সেখানে অপেক্ষমান বেশকিছু দু®কৃতিকারী আমাদের গাড়ি লেবুখালী উঠতে বাঁধা দেয় এবং অকথ্য ভাষায় বকাবকি করে শারীরিকভাবে লাঞ্ছিত করে আমাদেরকে বরিশালে ফিরে যেতে বাধ্যকরে। এ অবস্থায় পরিবেশ পরিস্থিতি না থাকায় উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয়েছে। উলে¬খ্য, পটুয়াখালী সিভিল সার্জন অফিসের আওতাধীন জেলা স্বাস্থ্য বিভাগের ৩টি গ্র“পে ৫২টি শুন্য ও নতুন পদে লোক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল ১১ডিসেম্বর। ২০০৯ সালে দেয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এর আগেও অজ্ঞাত কারনে একবার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছিল।