মুক্তিযোদ্ধার স্ত্রীকে নগদ অর্থ প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গবন্ধুর সেই চিঠি” শিরোনামে গত ১২ ডিসেম্বর দৈনিক জনকন্ঠ, শাহনামা, বার্তা সংস্থা এফএনএস, গৌরনদী ডট কম ও আজকের বরিশাল-এ প্রকাশিত সংবাদ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ দেশব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল মুক্তিযোদ্ধা মরহুম কালু সরদারের বরিশালের গৌরনদী পৌরসভাস্থ আশোকাঠী মহল্লার বাড়িতে ছুটে যান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। তারা মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা বেগমের চিকিৎসার খোঁজ খবর নেন। তাৎক্ষনিক পৌর মেয়র তার নিজস্ব তহবিল থেকে মোমেনার হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও মেয়র জরুরি ভিত্তিতে মোমেনা বেগমের নামে বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড করে দেয়ারও প্রতিশ্রুতি দেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন সংশ্লিষ্ট সংবাদের প্রতিবেদক খোকন আহম্মেদ হীরাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর সেই চিঠি শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য শিল্পপতি, রাজনিতীবিদ ও সমাজসেবীরা আমার কাছে মোবাইল ফোনের মাধ্যমে মোমেনা বেগমকে সাহায্য ও সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে জরুরি ভিত্তিতে মোমেনা বেগমের স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা মরহুম কালু সরদারের নাম অর্ন্তুরভূক্ত করার জন্য বলা হয়েছে। সেমতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সাথে তার কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।