যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবে না, উজিরপুরে আবুল হাসানাত আবদুল্লাহ

উজিরপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর পিতা শহীদ আঃ রব সেরনিয়াবাত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরিশালের মহারথিদের মিলনমেলায় পরিনত হয় উজিরপুরের ডব্লিউ,বি,ইউনিয়ন ইনষ্টিটিউশন। প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি দেশ ও জাতির আরো সহনশীল ভূমিকা রাখার আহবান জানান। তার পিতার নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় উজিরপুরের মানুষকে তিনি ধন্যবাদ জানান। উপস্থিত দর্শক দেখে তিনি বলেন, এদেশ থেকে ফুটবল খেলা যে হারিয়ে যায়নি তার প্রমান উপস্থিত হাজার হাজার দর্শক। উজিরপুরের মানুষ জমি দিলে তিনি উজিরপুরে একটি ষ্টেডিয়াম নির্মাণ করার প্রতিশ্র“তি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মোঃ ইউনুচ, ২ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনি, বরিশাল জেলা প্রশাসক আরিফুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইডি আঃ রহিম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, আ’লীগের নেতা হাবিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বানারীপাড়া পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু, গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, আ’লীগ নেতা এস,এম জামাল হোসেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কামাল হোসেন সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনি খেলায় বিজয়ীদল ডাক বাংলা একাদশ ও রানার্সআপ বরাকোঠা একাদশকে পুরস্কার বিতরণ করেন।