বরিশালে বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ – ছাত্রলীগের মহড়া, গাড়ি ভাংচুর, নগরীতে উত্তেজনা

কাওছার হোসেন, বরিশালঃ ঢাকার ঘটনার প্রতিবাদে বরিশাল নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল। রোববার দুপুরে নগরীর প্রাণ কেন্দ্র সদর রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাটপট্টি রোড, চকবাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। কামরুল আহসান শাহিন জানান, ঢাকায় বিএনপি নেতা খুন এবং দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তাক্ষনিক বিক্ষোভ করেছেন তারা।

এছাড়া তারা কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রয়েছে বলে জানান। কিছু সময় পর হাসপাতাল রোড এলাকা থেকে মিছিল বের করে জেলা ছত্রদল। তারা সদর রোড, বিবির পুকুর পাড় এলাকা প্রদক্ষিনের পর দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষে করে।

জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন বলেন, ঢাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বাঞ্চাল করতে সরকার নেতাকর্মীদের আটক করছে তাই আমাদের এই বিক্ষোভ। এদিকে বিএনপির বিক্ষোভের খবরে নগরীতে মোটর সাইকেল নিয়ে মহড়া দিয়েছে মহানগর ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিউদ্দিন বলেন, মোটর সাইকেল মহড়া ঠিক নয়। নগরীতে যাতে কোন ধরনের নাশকীয়তা না ঘটে তাই ছাত্রলীগ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তার পরেও একটি গাড়িতে ভাংচুর এবং দুটি অটোরিক্সায় ভাংচুরের চেষ্টা চালিয়েছে দুর্বত্তরা।

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিজ্জামান বলেন, নগরীতে পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে। কে বা কারা একটি গাড়ির পিছনের গ্লাস ভেঙ্গে ফেলেছে। তবে দুর্বত্তরা কেউ রেহাই পাবে না বলে জানান ওসি।

অপর দিকে বিএনপির মিছিল, ছাত্রলীগের মহড়া, গাড়ি ভাংচুর এবং পুলিশের তৎপরতায় নগর জুড়ে আতংক বিরাজ করছে। বিশেষ কোন প্রয়োজন না থাকলে সবাই ঘরে ফিরতে ব্যস্ত।