বরিশালে শৈত্য প্রবাহ নিউমোনিয়ায় শিশু আক্রান্ত

উম্মে রুমান, বরিশাল ॥ বরিশালে গত তিন দিন মৃদু শৈত্য প্রবাহ বইছে। আকাশে মেঘ থাকলে তাপমাত্রা আরো কমবে। শৈত্য প্রবাহ শুরুর আশংকা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

গতকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের রেকর্ড বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বর্তমানে চলছে মৃদ্যু শৈত্য প্রবাহ। গতকাল সূর্যের মুখ দেখা গেছে বেলা ১২ টায়। কিন্তু সেই সূর্যের কোন তাপ ছিলো না। এ কারনে শীতের তীব্রতা অনুভূত হয়েছে বেশি। সূর্যের তাপ ও অকাশের মেঘলা অবস্থা না কাটলে শীতের তীব্রতা কমবে না বলে জানান, বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রবন কুমার রায়।

তীব্র শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কয়েকটি শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. অসীম কুমার সাহা জানান, গতকাল পর্যন্ত শীতে অসুস্থ হয়ে ১০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।