নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্বর্নকারপট্টির ৫তলা বিশিষ্ট আল-আরব সুপার মার্কেটে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘন্টাকালব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। মার্কেটের তৃতীয় তলার বিডি ফুড’র গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ওই মার্কেটের ব্যবসায়ী ফারুক ফকির জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মার্কেটের বিডি ফুডের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে বিডি ফুডের গোডাউনের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, চারটি মোবাইল টাওয়ার, জুয়েলার্স, টেইলার্স, কেয়া কসমেটিকস, ট্রাস্টকনজুমারের শো-রুমসহ অন্যান্য গুরুত্বপূর্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিগারেট অথবা মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।