ঝালকাঠির বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু – এমপিসহ বিভিন্ন মহলের শোক

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও ঘোমটা বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী রতন দেবনাথ আর নেই। তিনি বুধবার সকাল পৌনে ৬টায় কাপড়িয়াপট্টিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ৫২ বছর বয়সে মৃত্যুকালে এক পুত্র ও স্ত্রীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় তার মৃত্যুদেহ ঝালকাঠি মহাশ্মশানে সমাহিত করা হবে।

তার অকাল মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ্ব সরদার মো: শাহ আলম ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্জ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব সুলতান হোসেন খান শোক প্রকাশ করেছেন।

শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, নাগরিক ফোরাম নেতা এ্যাড. আবুল হোসেন, প্রফেসর এসএম শাহজাহান, আবু সাঈদ খান, দীপু লাল দাস, আলমগীর হোসেন, কবি এমএ মুসা, অমরেশ রায় চৌধুরী ও এমএ আজিজ  প্রমুখ।

শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝালকাঠি পূজা উদযাপন পরিষদ সভাপতি এ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী ও সাধারন সম্পাদক তরুন কর্মকারসহ নেতৃবৃন্দ।

অপর এক বিবৃতিতে ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া বিশিষ্ট এ বস্ত্র ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।