উজিরপুরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কল্যান কুমার চন্দ, উজিরপুর ॥ এসোসিয়েসন ফর সোসাল ডেভলপমেন্ট অব হাবিবপুর  এডুকেশনাল কমপ্লেস (আসিক্) এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাবিবপুর সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ হল রুমে মহানবিজয় দিবস উদ্যাপন ও ওটরা ইউনিয়নের  বীর মুক্তিযোদ্ধাদের এক অনারম্বর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আসিকের আহবায়ক ফারুক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও আব্দুর  রাজ্জাক মাস্টারের  সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান  আবুল কালাম আজাদ বাদল, বিষেশ অতিথি হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা  নির্বাহী অফিসার দেবী চন্দ, আশিকের সপ্নদ্রষ্টা ও ওটরা ইউ, পি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার কাজী সাইফুল্যাহ ওয়ালীদ, অধ্যক্ষ প্রান কৃষ্ণ ঘোষ, অধ্যক্ষ সাহাদাৎ হোসেন, প্রিয়লাল ঘোষ, মোঃ মনিরুজ্জামান, নগেন্দ্রনাথ মন্ডল, মাহাবুব রসিদ মেহেদী, আঃ মান্নান মাস্টার প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই  হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হাবিবপুর কলেজের শিক্ষার্থীরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওটরা ইউনিয়নের ৪২ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আশিকের সপ্নদ্রস্টা হাফিজুর রহমান ইকবাল বলেন এসোসিয়েসন ফর সোসাল ডেভলপমেন্ট অব হাবিবপুর এডুকেশনাল কমপ্লেস (আসিক্) এর উদ্যোগে ভবিষ্যতে বৃহত্তর উজিরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উপযুক্ত বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজে সৎ ও বিবেকবান জাতি গঠনে আশিক অগ্রনি ভুমিকা পালন করবে।