মুলাদী সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মুলাদী থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থানা বিএনপির সভাপতি উপজেলার চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের নেতৃত্বে মুলাদী বন্দরের পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে দলের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রব খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলার চেয়ারম্যান আব্দুস সাত্তার খান।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সত্তার খান বলেন, ঢাকায় বিএনপির শান্তিপূর্ন সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে নেতা কর্মীদের আহত করলেও উল্ট বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে পুলিশ। সরকার অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে না নিলে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যব্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পরবো। দলের এই ক্রান্তি লগ্নে যারা দলের ভেতরে থেকে সরকারী দলের এজেন্ট হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থাগ্রহনের জন্য চেয়ারপার্সনের দ্বারস্ত হওয়ার কথা বলেন তিনি। সত্তার খান আরো বলেন মুলাদীর জনগনকে সাথে নিয়ে আগামী দিনে শহীদ জিয়ার দেখানো পথেই দলের কর্মকান্ড পরিচালনা করবো খালেদা জিযার নেতৃত্বে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শরিয়ত উল্লাহ, অধ্যাপক কবির হোসেন,বিএনপি নেতা আবেদুর শরীফ,যুবদলের আহব্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আল মামুন, শাহ আলম হাওলাদার, জসিম উদ্দিন, থানা ছাত্র দলের সভাপতি ফারুক হোসেন, কলেজ ছাত্র দল নেতা রুহুল আমীন খান,পৌর ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ঢালী প্রমূখ।