খোন্দকার কাওছার হোসেন : মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান বানচালের চেষ্টায় সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুব জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।
ফারুক বলেন, সরকারই গোয়েন্দা সংস্থা দিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ পন্ড করার ষড়যন্ত্র করেছিলো। এখন সরকারের মন্ত্রীরা উল্টো অভিযোগ করছেন, আমরা নাকি মুক্তিযোদ্ধা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকা- চালানোর পরিকল্পনা করেছি। বিএনপির ওপর দোষ চাপানো যে সরকারের নীল নকশার অংশ জনগণ আজ তা বুঝে গেছে।
তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন দাবিয়ে রাখতে সরকারই এ ষড়যন্ত্র করেছে। এখন বিএনপির ওপর তারা দোষ চাপাতে চাইছে।
বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির ৭ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১১টি মামলা করেছে পুলিশ। এসব মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন সরকার এমন করছে? আমি রাষ্ট্রপতির কাছে আবেদন রাখছি, এ বিষয়টি জানতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে পাঠান।