নিজস্ব সংবাদদাতা ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে গতকাল রবিবার বরিশালের গৌরনদী ধর্ম পল্লীতে শুভ বড়দিন উদ্যাপিত হয়েছে। যিশু খ্রীষ্টের মহাজন্মোৎসব পালন উপলক্ষে গির্জায় গির্জায় আলোকসজ্জা করা হয়।
এ উপলক্ষে রবিবার গৌরনদীসহ চার উপজেলার সম্বনয়ে গৌরনদী ধর্ম পল্লীতে প্রদীপ প্রজলন, কেক কাটা, বড় দিনের ধর্মীয় গান, বানী পাঠ, শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম পল্লীর মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় চার্চের প্রধান পালক ফাদার লাজারুজ গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের বিশব লরেন্স সুব্রত হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সায়েদুর রহমান-পিপিএম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম। বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্যান্সসিস ব্যাপারী, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, পালকীয় পরিষদের সদস্য পিটার এস রত্ন, সিস্টার হানিমা প্রমুখ।