নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র্যাব-৮’র সদস্যরা নগরীর আমানতগঞ্জে অশ্লীল ভিডিও ও পাইরেটেড সিডি তৈরীর কারখানার সন্ধান পেয়েছে। র্যাবের একটি বিশেষ টিম শনিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিও ও পাইরেটেড সিডি উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে দু’জনকে। আটককৃতরা হলো কাটপট্টি রোডের আনিছ মিয়ার পুত্র জাফর মিয়া (৩২) এবং কলেজ রোড এলাকার নিতাই কুমার দাসের পুত্র নিপু দাস (৩০)।
র্যাব সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব সদস্যরা আমানগঞ্জের প্রভাষক মোঃ মুসা আরিফের (৬০) বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সিডি তৈরীর কাজে ব্যবহৃত ২ টি কম্পিউটারের সিপিইউ (অশ্লীল ভিডিওযুক্ত সিপিইউ), ২৫ টি ডিভিডি প্লেয়ার ও অশ্লীল ভিডিওযুক্ত ও পাইরেটেড ২৭’শ টি সিডি উদ্ধার করে।