খোন্দকার কাওছার হোসেন: তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
গত রোববার রাতে দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে মতিঝিলে সন্ত্রাসীদের হামলায় ইরান গুরুতর আহত হন। ইরানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসের আরেকটি নজির সৃষ্টি হয়েছে। তারা এভাবে বিরোধী মতকে স্তব্ধ করে দিতে চায়।
মির্জা ফখরুল বলেন, সরকার একদিকে বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না। অন্যদিকে ক্ষমতাসীনরা রাষ্ট্রের ছায়ায় মিছিল করছে। শুনেছি ২৯ ডিসেম্বরও তারা মিছিল করবে। এটা সরকারের দ্বৈতনীতির বর্হিপ্রকাশ।
দলের বিভিন্ন কর্মসূচিতে গত কয়েক দিনের পুলিশি বাধা প্রসঙ্গে ফখরুল বলেন, সরকার দমননীতির মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। সরকারকে বলব, দেশে স্বাভাবিক রাজনীতির পথ রুদ্ধ করবেন না। রাজনীতির পথ বন্ধ করা হলে তার পরিণতি ভয়াবহ হবে। ফল শুভ হবে না।
বিএনপির বিভিন্ন কর্মসূচীতে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অথচ ক্ষমতাসীনরা পুলিশের ছত্রছায়ায় মিছিল-মিটিং করছে। ঢাকায় গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ ও ২১ ডিসেম্বর গণমিছিল করতে পুলিশ বাধা দিলেও আওয়ামী লীগওই দুইদিনই মিছিল করেছে।
তিনি দাবি করেন, গত কয়েকদিনে দলের ৪ হাজার নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।