নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে শুরু হওয়া ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের কাজের সঠিক মনিটরিংয়ের জন্য বুধবার সকালে আকস্মিক ভাবে প্রতিটি প্রকল্প এলাকা পরিদর্শন করেন জাপা’র ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান রতনা-এমপি। তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সঠিক ভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লাল হোসেন, বাকেরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ, হাবিবুর রহমান নিজাম মাস্টার, মিজানুর রহমান চুন্নু, আব্দুল আউয়াল মন্টু, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক তালুকদার মনু, রুস্তুম আলী মোল্লা, আশ্রাফুজ্জামান খোকন, কামাল তালুকদার, আবুল বাশার হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, জাপা নেতা জাহাঙ্গীর খন্দকার, মানিক হাওলাদার, এ্যাডভোকেট মজিবুর রহমান, এ্যাডভোকেট বশির আহম্মেদ সবুজ, যুব সংহতি সভাপতি প্রভাষক বিপ্লব মিত্র, যুবসংহতি নেতা স্বপন গাজী প্রমুখ।
এমপি রতনার আকস্মিকভাবে ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। নাছরিন জাহান রতনা-এমপি বলেন, এলাকার স্বার্থে তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। শুধু কর্মসৃজন প্রকল্প নয়, বিভাজন ভেঙ্গে সব কর্মকান্ডেই সৎলোকদের সম্পৃক্ত করার অঙ্গীকার করে তিনি আরো বলেন, ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই প্রতিষেধকের ব্যবস্থা করতে আকস্কিক পরিদর্শন করা হয়েছে। প্রতিষেধক ব্যবস্থায় ব্যর্থ হলে শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।