গোপালগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জ শহরের একটি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় মিলি (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীর মৃত্যুর পর থেকে ওই ক্লিনিকের মালিক ও ডাক্তার গাঁ ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে।
মিলির পিতা মহাদেব বাড়ৈ অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে হাতের ব্যাথায় মিলি অসুস্থ হয়ে পড়লে ভালো চিকিৎসার জন্য মিলিকে কোটালীপাড়া থেকে এনে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া রোডস্থ প্রত্যাশা ক্লিনিকের ডাঃ রবীন্দ্রনাথ সরকারের অধীনে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোর পর্যন্ত মিলি সুস্থ ছিল কিন্তু এরপর একটি ইনজেকশ্ন পুশ করা হলে মিলির অবস্থা খারাপ হতে থাকে এবং সকাল ৯টার দিকে মিলি মারা যায়। মিলি মারা যাওয়ার খবর ছড়িয়ে পরলে এলাকাবাসি ও মিলির আত্মীয় স্বজনরা ক্লিনিকে ভীড় জমায়। এসময় ক্লিনিকের মালিক ও ডাক্তার রবীন্দ্রনাথ সরকারকে না পেয়ে ক্লিনিকে দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে মিলির আত্মীয় স্বজনদের বাকবিতন্ডা হয়। মিলির পিতা মহাদেব বাড়ৈ আরো জানান, ভোর পর্যন্ত মিলি সুস্থ ছিল। ইনজেকশ্ন পুশ করা পর মিলির মারা যায়। এ সময় মিলির সারা শরীর কালো হয়ে যায়।