নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন জাতীয়তাবাদী দল বিএনপির ডেনমার্ক শাখার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগের একটি কমিউনিটি সেন্টারে ডেনমার্ক প্রবাসী বিএনপির সম্মেলনের মাধ্যমে স্বপন সাধারন সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিতরা হলেন-আহমাদুল হক কর্নেল সভাপতি, মনিরুজ্জামান স্বপন সাধারন সম্পাদক, সরোয়ার আলম সিনিয়র সহসভাপতি, সাইদুল ইসলাম সহসাধারন সম্পাদক, কাজী শিপু সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ শিপু আহম্মেদকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ডেনমার্ক বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
মনিরুজ্জামান স্বপনকে ডেনমার্ক বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।