গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবে গত শনিবার সকালে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপসহ ১২ জনকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রেসক্লাবের তিন দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদী প্রেসক্লাবে এক খন্ড জমি ও প্রেসক্লাবে ভবন নির্মাণ করে এবং বিশেষ অতিথি বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক ক্লাবের উন্নয়নের জন্য ২ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।
২০১১ সালে প্রেসক্লাবের উন্নয়নে বরিশাল১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্ আলম খান, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারন সাম্পাদক আকন কুদ্দুসুর রহমান, গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল খান, টরকী ব্ন্দরের ভাই ভাই ওয়েল মিলের মালিক মোঃ রুহুল শিকদার, খাঞ্জাপুর ইউপির সদস্য মোঃ আরজ আলী সরদার আর্থিক অনুদান প্রদান করেন। বার্ষিক প্রতিবেদনে তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।