মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ সোমবার বিকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রামে রোড মার্চ উপলক্ষে দাউদকান্দি উপজেলা যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর কলেজের হল রুমে দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম.আই খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোহন, সহ-সভাপতি পিটার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কামাল হোসেন, শাহ-আলম সরকার, কামরুজ্জামান ফকির, আক্তারুজ্জামান অদুদ, কামাল হোসেন মোল্লা, আলমগীর হোসেন, রুহুল-আমিন, হোসাইন তালুকদার শিপন সহ উপজেলা ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, ওলামাদল এবং উপজেলার বিভিন্ন চেয়ারম্যান। বক্তারা বলেন, ‘যে কোনো মূল্যে রোড মার্চকে সফল করতেই হবে। বাঁধা দিলে সরকারকে এর ভয়াবহ পরিণাম বহন করতে হবে’। প্রস্তুতি সভা পরিচালনা করেন, দাউদকান্দি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন।