আর্কাইভ

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চ্যারিটি ফল চিলড্রেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন কার্যক্রমের উদ্ধোধন

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে আজ রবিবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে টিফিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চ্যারিটি ফল চিলড্রেনের উদ্যোগে উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরনসহ টিফিন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষে স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহআলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বক্তব্য রাখেন চেরিটি ফল চিলড্রেনের প্রধান পৃষ্টপোষক ডাঃ কাজী মাহামুদ হাসান চঞ্চল, সানা চঞ্চল, ভাষা সৈনিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী নুরুল মতিন মাসুক, ওয়ার্ড কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজল, প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, শিক্ষক মোঃ মুনসুর আহম্মেদ প্রমূখ।

আরও পড়ুন

Back to top button