গৌরনদীতে সুকান্ত বাবু সঙ্গীত বিদ্যালয়ের উদ্বোধন

গৌরনদী সংবাদদাতা ॥ ১৯৭৫ সনের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে ঘাতকদের নির্মম বুলেটে নিহত জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর কনিষ্ঠ পুত্র শহীদ সুকান্ত বাবু সেরনিয়াবাতের স্মৃতি রক্ষার্থে গৌরনদীতে সুকান্ত বাবু সঙ্গীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হবে আগামীকাল মঙ্গলবার।

সঙ্গীত বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক মোঃ মনির হোসেন মিঞা জানান, আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও শহীদ সুকান্ত বাবু সঙ্গীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা ছয়টায় গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত সভায় সুকান্ত বাবু সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডাভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ শাহআলম খান, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।