আর্কাইভ
অসময়ের বর্ষণে বিপর্যস্ত বরিশালের জনজীবন
নিজস্ব সংবাদদাতা ॥ পৌষের শেষ সময়ে ঘন কুয়াশা ও প্রচন্ড শীত থাকার কথা থাকলেও গত তিনদিন এখানে থেমে থেমে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনদিনে বরিশাল আবহাওয়া বিভাগ প্রায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ওয়েস্টবেঙ্গলসহ দেশের সর্বত্র এর প্রভাব পরেছে। আগামি ২/১ দিন আবহাওয়ার এ অবস্থা বিরাজ করার সম্ভবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদফতর উল্লেখ করেন। বৃষ্টিপাত কমার পর আরো একটি শৈত্য প্রবাহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশংকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত ৩ দিনে বৃষ্টিপাতের কারনে অনেকটা কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া দিনমজুর শ্রেনী পেশার মানুষ।