পুত্রের প্রতিশোধ – বরিশালে ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তন করেছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা ॥ ক্রিকেট খেলা নিয়ে পুত্রের সাথে বিরোধের জেরধরে গত সোমবার (৯ জানুয়ারি) রাতে নগরীর সাগরদী ব্রাঞ্চরোড এলাকায় পিতাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। মুর্মুর্ষ অবস্থায় আহতকে প্রথমে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই এলাকার ব্যবসায়ী খালেক হাওলাদরের পুত্র রাহাত (১৮) বাড়ির পার্শ্বের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা নিয়ে একই এলাকার সোহাগের সাথে তার (রাহাতের) বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরধরে ওইদিন রাত ৯ টার দিকে সোহাগ ও তার সহযোগী চাঁন মিয়া, রুবেল ও কুতুব প্রতিপক্ষ রাহাতের পিতা আব্দুল খালেককে (৪৫) কারিকর বিড়ির ফ্যাক্টরির সামনে পেয়ে ধাওয়া করে আটক করে। তাকে মদিনা মসজিদের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা খালেক হাওলাদারের হাত ও পায়ের রগ কর্তন করে দেয়। মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা খালেক হাওলাদারকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই আশংকাজনক অবস্থায় আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।