মোঃ শামীম খাঁন, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় এক অসহায় পঙ্গু ব্যাক্তির রোপিত বাগানের চারা গাছ গায়ের জোরে কেটে ফেলেছে প্রতিপক্ষ।
থানায় অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের পঙ্গু মোঃ আইউব আলী মিয়ার পুকুরপাড়ে রোপিত বাগানের ২০/২৫ টি রেনট্রি গাছের চারা কেঁটে ফেলে প্রতিপক্ষ একই গ্রামের রফিক মিয়া, তার স্ত্রী মুক্তা বেগম (খালেদা) ও ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম। বিষয়টি আগৈলঝাড়া থানায় আইউব আলী অভিযোগ দায়ের করেন। জানাযায়, জায়গা জমি নিয়ে রফিক পঙ্গু আইউবালীর সাথে শত্রুতা করে আসছে, তারই রেশ ধরে এ ঘটনা ঘটায়। ইতিপূর্বে উক্ত ব্যাক্তিরা আরো দু’বার গাছের চারা কেঁটে ফেলে বলে জানা যায়।