আর্কাইভ

সৎভাই-ই বটে!

নিজস্ব সংবাদদাতা ॥ সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে সৎভাইয়েরা পরিকল্পিত ভাবে ছোট ভাইকে অবরুদ্ধ করে মারধরের পর ছয়টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামে।

ওই গ্রামের মৃত জব্বার বেপারীর পুত্র ব্যবসায়ী হানিফ বেপারী অভিযোগ করেন, তাদের সহয় সম্পত্তি আত্মসাতের জন্য তার সৎভাই সেলিম, জুয়েল ও হাবুল বেপারী গংরা দীর্ঘদিন থেকে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পরিকল্পিত ভাবে মোবাইল ফোনে হানিফকে ডেকে নিয়ে তাদের ঘরে অবরুদ্ধের পর মারধর করে। এসময় হানিফের মা তাসলিমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে জোড়পূর্বক ছয়টি সাদাষ্ট্যাম্পে হানিফ ও তার মা তাসলিমার স্বাক্ষর আদায় করে তাকে (হানিফকে) ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে হানিফ বেপারী বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

Back to top button