আর্কাইভ

কুষ্টিয়া থেকে অপহৃত স্কুল ছাত্র বরিশালে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ অপহরণের ৫ দিন পর কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মুন্তাসির বিল্লাহ নান্টুকে বরিশাল সদর উপজেলার চরমোইনাইর রাজারচর এলাকা থেকে শনিবার বিকেলে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ৯ জানুয়ারি কুষ্টিয়ার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ থেকে নান্টুকে অপহরণ করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। তারপর থেকে নান্টুর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে চরমোনাইর রাজারচর এলাকায় একটি মাইক্রোবাসে থেকে তাকে (নান্টুকে) নামিয়ে দেয়া হয়।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে নান্টুকে উদ্ধার করে। নান্টু জানায়, অপহরন করার পর থেকে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিলো। এ কারনে তাকে নিয়ে অপহরনকারীরা কোথায় কোথায় গিয়েছিল তা সে বলতে পারছে না। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ জানান, রাজারচর গ্রামের রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে থাকা অবস্থায় নান্টুকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

Back to top button