ট্রাষ্টের বিনামূল্যে চিকিৎসা প্রদান
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে দেশব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার দিনভর বরিশালের আগৈলঝাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আতাউর রহমান চুন্নু, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ নির্মল কান্তি চৌধুরী ও বরিশাল ডেপুটি সিভিল সার্জন ডাঃ আব্দুর ছাত্তার। দিনব্যাপী উপজেলার প্রায় ১ হাজার রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য সেবা প্রদান করেন। বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের বিএইচপি একাডেমী মাঠে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানার অফিসার ইনর্চাজ ওসি অশোক কুমার নন্দি প্রমুখ