আগৈলঝাড়ার বিভিন্ন সড়কের বেহাল দশা জনসাধারণের দূর্ভোগ চরমে

রথবাড়ি-বাকাল, পশ্চিম রাজিহার-রামানন্দেরআঁক-বাটরা বাজার, বাকাল হাট-বাটরা-মাগুরা বাজার, গৈলা বাজার-উত্তরশিহিপাশা-রাংতা, উত্তরশিহিপাশা-জবসেন, বরিয়ালী ওয়াপদা-সুন্দগাঁও, মিশ্রীপাড়া-মোহনকাঠী-সাহেবেরহাট, মোল্লাপাড়া-ত্রিমূখী বটতলা সড়কগুলোর দশা অত্যন্ত বেহাল হয়ে পরেছে। এর অধিকাংশ সড়ক দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়াও কয়েকটি সড়কে বর্ষা মৌসুমে জনসাধারন ও যানচলাচলে অনুপযোগী হওয়ার জনসাধারন প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। নাঘিরপাড় গ্রামের সাইয়েদুর রহমান, বারপাইকা গ্রামের সুমন পালসহ একাধিক ব্যক্তি জানান, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার উপজেলা এলজিইডি বিভাগে লিখিতভাবে আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমরা ক্ষতিগ্রস্থ সড়কের কাজ বাস্তবায়ন করতে পারবো।