আগৈলঝাড়ায় বড়দিন উদ্যাপনের সরকারি বরাদ্দ আত্মসাৎ

নিজস্ব সংবাদদাতা ॥ খ্রীষ্টান সম্প্রদায়ের ২০১১ সনের বড়দিনের উৎসব উদ্যাপনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আগৈলঝাড়ার দুটি খ্রীষ্টিয় চার্চের পরিচালকের বিরুদ্ধে সরকারি ভাবে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগের ঘটনায় মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি তপন কুমার বিশ্বাস অভিযোগ করেন, গত ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব উদ্যাপন উপলক্ষে আগৈলঝাড়ার রাজিহার ক্যাথলিক সমাজ সেবা সংঘের সভাপতি রবিন সরকার ও বাগধা নিউ এ্যাপলষ্টিক চার্চের পক্ষে রেভাঃ জন শচীন মধু আর্থিক সাহায্য চেয়ে বরিশাল জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে দু’আবেদনকারীকে মোট ৭ টন ৮’শ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের চাল রাজিহার ক্যাথলিক সমাজের ২’শ ২১ জনকে ও বাগধা নিউ এ্যাপলষ্টিক চার্চের ৩’শ জনকে ১৫ কেজি করে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের উত্তোলনকৃত চাল তালিকাভুক্ত নামধারীদের না দিয়ে উল্লেখিত দু’আবেদনকারী আত্মসাত করেন। এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পরলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাগধা নিউ এ্যাপলষ্টিক চার্চের পক্ষে রেভাঃ জন শচীন মধু এবং রাজিহার ক্যাথলিক সমাজ সেবা সংঘের সভাপতি রবিন সরকারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ৭ টন ৮’শ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। তবে বরাদ্দকৃত চালের বিপরীতে মাষ্টার রোল এখনও আমরা হাতে পাইনি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।