বরিশালের বিবির পুকুর পরিদর্শনে খুলনার মেয়র খালেক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর পরিদর্শন করেছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনায় অনুরুপ একটি পুকুর তৈরি করতেই বুধবার তিনি (খালেক) এই বিশেষ সফর করেছেন।

জানা গেছে, বিসিসি’র মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন সিঙ্গাপুর থাকায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে খুলনার মেয়র বরিশাল পৌঁছা মাত্রই কালিজিরা ব্রীজ এলাকায় তাকে (খুলনার মেয়রকে) ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান কর্মকর্তা নির্বাহী নিখিল চন্দ্র দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসি’র কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু, কায়সার বিশ্বাস, মীর জসিম, কহিনুর বেগম প্রমূখ।

খুলনার মেয়রের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, কাউন্সিলর আলী আজগর টিপু, শামছুজ্জামান স্বপন, মনির হোসেন, চীফ ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও ডিজাইনার রিক্তা পারভীন।

খুলনার মেয়র বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরটি পর্যালোচনা করেন। কারন হিসেবে তিনি সাংবাদিকদের জানান, খুলনা সিটি কর্পোরেশনে অনুরুপ একটি পুকুর তৈরীর পরিকল্পনা করা হচ্ছে।