মৃত্যুবার্ষিকী – সাংবাদিক মিহির লাল দত্ত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট মিহির লাল দত্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে নগরীর মাইনুল হাসান সড়কস্থ (আগরপুর রোড) নিজ বাসভবনে দিনভর প্রার্থনা অনুষ্ঠান ও মধাহ্নভোজসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মিহির লাল দত্ত দীর্ঘদিন মুকুন্দ দাসের জীবনী ও কার্যাবলী নিয়ে গবেষনা করেন। তৎকালীন নিউজ এজেন্সি (ইউনাইটেড প্রেস অব পাকিস্তান) ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি রূপে ১৯৬২ সনে তিনি কারাভোগ করেন। ১৯৫২ সনে ভাষা আন্দোলন, ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধে কারাভোগ, ১৯৭১ সনে পাক-সেনা কর্তৃক গ্রেফতার করে পূর্ণরায় কারাভোগ করেন। ১৯৭৩ সনে বাকেরগঞ্জের কবাই কলেজের অধ্যক্ষ রূপে তিনি নিযুক্ত হন। ১৯৭৪ সনে তিনি বরিশাল বার সমিতির সদস্য হন। মিহির লাল দত্ত ছিলেন নৃত্য ও কন্ঠশিল্পীর প্রশিক্ষক। ঔপন্যাসিক, নাট্যকার, নির্দেশক, ঢাকা ও কলকাতার অসংখ্য পত্রিকায় নিবন্ধকার, প্রবন্ধকার ও কলামিষ্ট। কলকাতার দৈনিক লোক সেবক, জাতীয় দৈনিক সংবাদের বরিশাল প্রতিনিধি এবং প্রয়াত সমীর দত্ত সম্পাদিত সাপ্তাহিক চিরন্তন বাংলার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নৃত্যে বাফার সন্মাননা পুরস্কার লাভ করেছিলেন। প্রথম নাটক ‘ছুটি’ ১৯৫৪ সনে প্রকাশিত হয়। বিটিভিতে ‘নতুন কুড়ি’র নৃত্য বিচারক ও বাংলাদেশ বেতার নাট্যকার। তার লেখা চারটি উপন্যাসসহ মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।