নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের হিজলায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেগম সেলিমা রহমান, মেজবাহ্ উদ্দিন ফরহাদ-এমপি’র উপস্থিতিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করার ঘটনায় শুক্রবার বিকেলে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিএনপি নেতা মাষ্টার গোলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, বিএনপি নেতা তাইফুর রহমান কচি, ফকরুল আলম মিয়া, সাইফুল ইসলাম শামীম, মহিলা দলের নেত্রী শাহনাজ পারভীন রুহিনা, উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক রফিক চোকদার, জামাল হাওলাদার প্রমুখ।