ঘন-কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত – যাত্রীদের দূর্ভোগ চরমে

উম্মে রুমান, বরিশাল ॥ গত দু’দিনের ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌ-রুটসহ অভ্যান্তরীন রুটে নৌ-যান চলাচল মারাত্মক হুমকির মূখে পড়েছে। এসকল রুটে যাত্রীবাহী নৌযানগুলো নির্ধারিত সময়ের ১০ থেকে ১২ ঘন্টা  পরে গন্তব্যে পৌছতে হচ্ছে । বৃহস্পতি-শুক্রবার ঢাকা ও বরিশাল দু’প্রান্ত থেকে ছেড়ে যাওয়া নৌযানকে রাতে মাঝপথে দাড়িয়ে থাকতে হয়েছে। ঘনকুয়াশার কারনে লঞ্চের সার্চলাইট গুলো একেবারেই অচল হয়ে পড়ে । ফলে জীবনের ঝুকি নিয়েই এখন লঞ্চগুলো তাদের গন্তব্যে রওয়ানা হয়ে যাচ্ছে বলে দাবী করলেন পারাবাত লঞ্চের বরিশালের সুপারভাইজার সেলিম । তার মতে লঞ্চ গুলো ঘাট থেকে ছেড়ে হিজলা অতিক্রম করার পরই তাকে ঠায় দাড়ীয়ে থাকতে হচ্ছে।

বরিশাল নৌ-বন্দরের সংশ্লিস্ট একাধিক সূত্র জানায়,গত বুধবার ও বৃহস্পতি বার  রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল নৌ রুট সহ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মক ভাবে ব্যহত হয়। দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাত্রীবাহী নৌযানগুলো নির্ধারিত সময়ের ১০ থেকে ১২ ঘন্টা  পরে গন্তব্যে পৌছেছে। যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। বৃহস্পতিবার রাত ৮ থেকে সাড়ে ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী লঞ্চগুলো শুক্রবার বেলা ১২ টা থেকে ২ টার মধ্যে এসে পৌছায়।

দ্বীপরাজ সকাল ১০টায়, কালামখান ১১টায়, সুন্দরবন-৭ ১২টায়, সুরভী-৭ ২টায়, পারাবত-৯- ২টায়, পারাবত-সুরভী আটকা পড়ছে হাইমচর এলাকায়, সুন্দরবন-কালামখান, দ্বীপরাজ চর ভৈরব এলাকায় আটকা পড়ে। সুন্দরবন হিজলা চরে এসে আধা ঘন্টা যাবত আটকা পড়ে পরে সকাল ১০ টায় লঞ্চটি সেখান থেকে ছাড়া পেয়ে ১২ টায় বরিশাল এসে পৌছায়।