আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে দুস্থ্য ও অসহায়দের জন্য সরকারী বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার খ্রীষ্টান সম্প্রদায়ের দুস্থ ও অসহায়দের জন্য ২০১১ সালের বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপনের জন্য সরকারী ভাবে প্রায় ৮ মেঃ টন চাল বরাদ্দর পাওয়া যায়। নিজেরা আর্থিক ভাবে লাভবান হয়ে বাগধার রেভাঃ জন শচীন মধূ নিউ এ্যাপলষ্টিক চার্চ ও রাজিহারের রবিন সরকার ক্যাথলিক সমাজ সেবা সংঘের নাম ব্যবহার করে ভূয়া কমিটি দিয়ে চাল উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দকৃত চাল রাজিহার ক্যাথলিক সমাজ সেবা সংঘ’র ২২১ জন ও বাগধার নিউ এ্যাপলষ্টিক চার্চ’র ৩ শত জনের মধ্যে ১৫ কেজি করে বিতরন করা হয়েছে বলে মাষ্টাররোলও জমাদেওয়া হয়েছে। ওই মাষ্টার রোলে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের নাম ঠিকানা ভূয়া বলে দাবী করেছে অভিযোগ কারীরা। এঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘর সভাপতি তপন কুমার বিশ্বাস বরিশাল জেলা প্রশাসক, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য সাংবাদিকদের জানান, তাদের মধ্যে অমিল থাকায় চাল আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস সাংবাদিকদের জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের দু’টি সংগঠনের আবেদনের অনুকুলে জেলা প্রাশাসক চাল বরাদ্দ দিয়েছেন। চালের মাষ্টার রোল পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।