কমিটি গঠন নিয়ে দ্বিধাবিভক্তি
খোকন আহম্মেদ হীরা, গৌরনদী থেকে ॥ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করায় তৃণমূল নেতা-কর্মীরা দ্বিধাবিভক্তি হয়ে পরেছেন। কমিটি গঠনের মাত্র একদিন পর গতকাল বৃহস্পতিবার বিএনপির একাধিক নেতা-কর্মীরা তাদের দলীয় পদ প্রত্যাহার করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার গৌরনদী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটির বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ঢাকায় বসে পকেট কমিটি গঠন করেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করেন, তৃণমূল নেতা-কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কমিটি গঠন করার কথা থাকলেও তিনি (সোবাহান) কাউকে কিছু না জানিয়ে তার মনগড়া ভাবে পকেট কমিটি গঠন করেছেন। একইভাবে অভিযোগ করেন, সহসাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান কচি। তিনি (কচি)-সহ একাধিক নেতা-কর্মীরা তাদের দলীয় পদ প্রত্যাহার করেছেন। তারা নবগঠিত গৌরনদী উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে পাল্টা আরেকটি কমিটি গঠন করার ঘোষনা দেন।
গৌরনদী উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করার কথা অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, উপজেলার নেতা-কর্মীদের সাথে আলোচনার ভিত্তিতেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পকেট কমিটির অভিযোগ সঠিক নয়।