বরিশাল সদর গালর্স স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে রিটের শুনানী আগামীকাল সুপ্রীম কোর্টের পূর্নাঙ্গ বেঞ্চে

উম্মে রুমান, বরিশাল ॥ বরিশাল সদর গালর্স স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের দায়েরকৃত মামলায় হাইকোটের চেম্বার জজ আদালতের কাছে সরকার পক্ষ সোমবার লিভ টু আপিল করেছে। একই সাথে আদালত যে ৩৫ ছাত্রীকে ভর্তির আদেশ দিয়েছিল তা স্থগিত করার আবেদন করা হয়। শিক্ষা মন্ত্রলায়ের সচিবের পক্ষে এর্টনী জেনারেল মাহবুব এ আলম চেম্বার জজ আদালতে এ আপিল করলে মামলার বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন ও মোস্তফা কামাল এর বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানী শেষে চেম্বার জজ হাইকোর্টের দেয়া ভর্তির আদেশের ব্যাপারে কোন স্থগিতাদেশ না দিয়ে লিভ টু আপিল আবেদন গ্রহণ করে পুনাঙ্গ বেঞ্চে শুনানীর জন্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান। সেখানে ২৬ জানুয়ারী ফুল বেঞ্চে শুনানী হবে। এদিকে গতকাল উভয় পক্ষের উপস্থিতিতে হাইকোটের একটি বেঞ্চে এ মামলার শুনানীর কথা থাকলেও তা হয়নি। তবে বাদী পক্ষের আইনজীবিরা জানিয়েছেন আদালত এ ব্যাপারে ভর্তি কমিটিকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল তার শেষ দিন গতকাল ছিল। সে পর্যন্ত জবাব না দেয়ায় তারা আদালত অবমাননার মামলা করবেন।

প্রসঙ্গত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভুল ধরা পরায় জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ৩৫ শিক্ষার্থীর ফলাফল বাতিল করে নতুন ৩৫ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ দেন। পরদিন বঞ্চিতরা আদালতে রিট পিটিশন করেন।