বরিশালে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যা মামলায় এক নারী সদস্য’র যাবজ্জীবন কারাদন্ড

সাইদ মেমন, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউপি সদস্য আলাউদ্দিন মোল্লা হত্যা মামলায় সংরক্ষিত নারী সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনাদায়ে আরো এক বছর কারাদন্ডে দন্ডিত করেছেন বরিশাল বিভাগীয় জজ আদালত। মঙ্গলবার আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত ইউপির সাবেক সংরক্ষিত নারী সদস্য রেখা রানী হালদার পলাতক রয়েছে। আদালতে উপস্থিত থাকা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম আফজাল হোসেন সিকদারকে খালাস দেয়া হয়।
মামলার নথী থেকে, উপজেলার বড় বাসাইল গ্রামের বাসিন্দা রাজিহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৎকালীন সদস্য আলাউদ্দিন মোল্লা ২০০৩ সালের ২২ জুন অপহরণ হয়। পয়সার হাট কদমবাড়ীর সামনের খাল থেকে ৩০ জন তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছর ১ জুলাই তার স্ত্রী রাশিদা বেগম হত্যা শেষে লাশ গুম করার অভিযোগে ওই ওয়ার্ডের মহিলা মেম্বর রেখা রানী হালদারসহ ৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

২০০৮ সালের ৩ আগষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার (সিআইডির) এসআই মোঃ জাকির হোসেন, রেখা রানী হালদার এবং পশ্চিম নোয়াইল গ্রামের এসএম আফজাল হোসেন সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। দীর্ঘ ১১ বছরে ৩১ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহন করে রায় ঘোষনা করেন।