গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্লগ্রাম এলাকার আব্দুস ছাত্তার মৃধার বসত ঘরের তালা ভেঙ্গে ঘরবাড়ি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার বিল্লগ্রাম এলাকার ছত্তার মৃধা তার পৈত্রিক বাড়িতে দোচালা টিনের ঘর নির্মাণ করে স্বাধীনতার পর থেকে বসবাস করে আসছে। বি.এস রেকর্ডে বাড়ির ১৮ শতক জমির মালিক ছত্তার মৃধা ও তার সহদর আজগর মৃধার নামে রেকর্ড হয়। কয়েক বছর ধরে ছত্তার মৃধার বাড়ির জমি নিয়ে প্রতিবেশী সিরাজ সরদারের সাথে বিরোধ চলে আসছিল। ছত্তার মৃধা ও তার পরিবারের সদস্যরা বসত ঘরে তালা ঝুলিয়ে অস্থায়ী ভাবে ঢাকায় বসবাস করেন। এ সুযোগে প্রতিপক্ষ সিরাজ সরদার ও তার সহযোগীরা গত শনিবার ভোররাতে ছত্তার মৃধার বসত ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরবাড়ি দখল করে। খবর পেয়ে ছত্তার মৃধা ঢাকা থেকে সোমবার রাতে বাড়ি ফিরে থানায় মামলা দায়ের করেছেন।