বিএমপি’র বিশেষ অভিযানে ১ম দিনে ৫১জন গ্রেফতার

শুভব্রত দত্ত, বরিশাল ॥ ছিনতাইকারী, চোর, চিহ্নিত অপরাধী ও মাদক বিক্রেতাসহ নানা অপরাধে অভিযুক্ত অপরাধীদের গ্রেফতারে বরিশাল মেট্রো পলিটন পুলিশ (বিএমপি) অভিযান শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে এ অভিযান চলবে আগামী ৫ দিন। ১ম দিনের অভিযানে বিএমপি’র আওতাধিন ৪ থানার পুলিশ সদস্যরা বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে ৫১ জনকে। অভিযানের পূর্বে প্রস্তুতি হিসাবে মঙ্গলবার বিএমপি’র সহকারী কমিশনার ও ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়।

উপ-কমিশনার (সদর) জিল্লুর রহমান অভিযানের ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। সম্প্রতি নগরীতে ছিনতাই ও দিন দুপুরে তালাবদ্ধ বাসায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অভিযানে এ সকল অপরাধীদের গ্রেফতারের প্রতি গুরুত্ব দেয়া হয়। বিএমপি পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী ও চোরদের নামের তালিকা মাঠ পর্যায়ে পুলিশের হাতে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিএমপি পুলিশ কমিশনার তৌফিক আহমেদ জানান, শুরু হওয়া ৫দিন ব্যাপী বিশেষ অভিযানে বিএমপি পুলিশ অপরাধীদের ধরতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্ব করবে। প্রয়োজনে অভিযানের সময় সীমা বাড়িয়ে দেয়া হবে।