উজিরপুরে সংঘর্ষে ১০ জন আহত – ৪জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’গ্রুপের সংঘর্ষে ৬ মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ উভয় গ্রুপের চারজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ওই গ্রামের ফরিদ ও লতিফ গ্রুপের মধ্যে প্রায় দু’একর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ফরিদ গ্রুপ আদালতে মামলাও দায়ের করেছেন। বরিশাল জজ আদালতের আদেশক্রমে বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল সরেজমিনে জমির দখল তদন্ত করতে গেলে দু’গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে ওইদিন সন্ধ্যায় উভয়গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের সেলিম খলিফা, মোকসেদ খলিফা, শেফালী বেগম, শিল্পী বেগম, সারমিন আক্তার, আনোয়ারা বেগম, জুলি বেগম, আছমা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও ৪ জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়গ্রুপের বাবুল খলিফা, হোসেন সরদার, ফরিদ ও আবুল খলিফাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।