নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের সর্ববৃহত ব্যবসায়ীক প্রতিষ্ঠান বধূয়া ইলেকট্রনিক্স এন্ড টেলিকম সেন্টারে শুক্রবার দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সাংবাদিকের ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ একই সময় বন্দরের আরো একটি জুয়েলার্সে চুরি সংঘঠিত হয়।
সাংবাদিক সাকিল মাহমুদ আউয়াল জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের জন্য তিনি বরাবরের ন্যায় বন্দরের তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বধূয়া ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকম সেন্টার তালাবদ্ধ করে যান। নামাজ শেষে ফিরে তিনি দোকানের তালা ভাঙ্গা দেখে ডাকচিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে তালা ভাঙ্গা দেখতে পান। সংঘবদ্ধ চোরেরা সাংবাদিকের ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা, ৩ লাখ টাকার মোবাইল ফোন সেট, ৬৫ হাজার টাকার ঘড়িসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। একইসময় বন্দরের ব্যবসায়ী মোঃ জামাল হোসেনের কনিকা জুয়েলার্সে একই ভাবে চুরি সংঘঠিত হয়। ওই দোকান থেকে সংঘবদ্ধ চোরেরা ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।