আগৈলঝাড়ায় প্রতিবন্ধী অপহরণ মামলায় বরিশাল সিভিল কোর্টের মুহুরী অমল সহ গ্রেফতার ৩জন

আগৈলঝাড়া সংবাদদদাতা ॥ আগৈলঝাড়ায় প্রতিবন্ধী হত্যা ও অপহরণ মামলার আসামীসহ গ্রেফতার ৩ জন। থানা সুত্রে জানাগেছে, উপজেলার আস্কর গ্রামের শ্বশধর বিশ্বাস এর ছেলে প্রতিবন্ধী জগদিশ বিশ্বাস, গত ৩০/০১/২০১১ ইং থেকে রহস্যজনক ভাবে নিখোজ হয়। সম্ভব্যস্থানে সন্ধ্যান নিয়ে খোজ না পেয়ে ওই প্রতিবন্ধীর কাকী মা আলোরানী বিশ্বাস, আগৈলঝাড়া থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা নং-১৩ তারিখ ২৭/০১/২০১২ ইং, ৩৬৪/১০৯ দঃবিঃ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জরিরুল ইসলাম মামলার আসামী বরিশাল সিভিল কোর্টের মহুরী আস্কর গ্রামের ঝড়ু বল্লভের পুত্র অমল বল্বভ (৩৬) অপর আসামী একই বাড়ির সুনিল হালদার (৫২)কে গ্রেফতার করে।

অপরদিকে পটুয়াখালী দশমিনা থানায় অজ্ঞ্যাত তরুনী শারমিন হত্যার মামলার আসামী ওমর আলীর ১ম স্ত্রী নাজমা বেগম (২২) কে গতকাল শনিবার নাজমার শশ্বর বাড়ি থেকে দশমিনার থানার এস আই হাসনাইন এবং আগৈলঝাড়া এস আই আলী আহম্মেদ ও এ এস আই আসাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে নাজমাকে গ্রেফতার করে। গতকাল বরিশাল কোর্ডে প্রেরণ করা হয়।