নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা রবিবার উদ্ধোধন করা হয়েছে। খেলার উদ্ধোধন করেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। এ উপলক্ষে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, কালবের পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম, শিক্ষক গোবিন্দ নাগ, ব্যবসায়ী বদিউজ্জামান চঞ্চল। বক্তব্য রাখেন স্কুলের প্রক্টর প্রানতোষ কুমার দাস, শিক্ষক চিন্ময় পান্ডে, নিগার সুলতানা, জোসনা দে, আনোয়ার হোসেন প্রমূখ।