নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজে সোমবার সন্ধানীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাপসাতালের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান প্রমুখ। ওইদিন মাহিলাড়া ডিগ্রী কলেজের ৩৫ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করে।