দুস্কৃতিকারীদের বিচার না করায় বরকোটা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ অনুষ্ঠান বর্জন

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ দুস্কৃতিকারীদের বিচার না করায় গত শুক্রবার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের ’১২ ইং সালের এসএসসি পরীক্ষার্থীরা মিলাদ অনুষ্ঠান বর্জন করে। স্কুল ও এস এস সি পরীক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারী বরকোটা স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে তুই থেকে তুলকালাম ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হলে বহিরাগতরা এসে স্কুলের ছাত্রদের উপর হামলা করলে এতে কয়েকজন ছাত্র আহত হয় এবং পুলিশ এসে তা নিয়ন্ত্রনে আনে। ওইদিনই ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সালিশী বৈঠকের মাধ্যমে বিচার হত্তয়ার আশ্বাস দেন।

নাম প্রকাশে অনিইচ্ছুক এসএসসি পরীক্ষার্থীরা জানান, স্কুলের ছাত্রদের উপর বহিরাগতরা হামলা করবে তা আমরা মেনে নিতে পারিনা, এর বিচার না হত্তয়ায় আজ শুক্রবার আমরা এসএসসি পরীক্ষার্থীরা মিলাদ অনুষ্ঠান বর্জন করি। এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সাথে আলাপকালে তিনি বলেন, মিলাদ অনুষ্ঠান হয়েছে, তবে প্রধান অতিথি ও স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির তদন্ত পূর্বক প্রতিবেদন অনুযায়ী দোষী ছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।