নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর স্কুল শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুর রহমান মিঠু মামলার দায় হইতে অব্যাহতির আবেদনের প্রেক্ষিতে জামিন পেয়েছে। একই সাথে চার্জশিটভুক্ত অপর আসামি জিন্নাত আলীর ঘাতক রূপমের বন্ধু মনোয়ার হোসেন টাপ্পু ও রূপম এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। জানা যায়, ধার্য তারিখে সিদ্ধান্ত নিতে পারে আদালত। সূত্র জানায়, সাগরদী এলাকার মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক জিন্নাত আলীকে সাগরদী এলাকায় বসে রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফুর রহমান মিঠু ও রূপমকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পরে মডেল থানা পুলিশ রূপমকে ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রূপম। এ সময় শিক্ষক জিন্নাত আলীকে খুনের কথা স্বীকার করে এবং প্রকাশ্যে হত্যার সাথে ভাটিখানা শাহাপাড়া এলাকার টাপ্পু জড়িত ছিল বলে জবানবন্দীতে প্রকাশ করে রূপম। মামলা তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই আবু সাইদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত আরিফুর রহমান মিঠু জড়িত না থাকায় মামলার দায় হইতে অব্যাহতির প্রার্থনা করা হয় এবং ঘটনার সাথে জড়িত ঘাতক রূপম ও টাপ্পুকে অভিযুক্ত করা হয়। রূপম বর্তমানে কারাগারে রয়েছে। টাপ্পু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।