ওয়াচডগ ॥ওরা মরছে। রাস্তার কুকুরাও বোধহয় এভাবে মরে না। এখন আর একা নয়, মরছে স্বপরিবারে। মা, বাবা, ভাই বোন আত্মীয় স্বজন সহ পরিবারের একাধিক সদস্যের বিকৃত বীভৎস চেহারা দেখতে দেখতে আমরাও বোধহয় অভ্যস্ত হয়ে গেছি, মেনে নিয়েছি এ দেশে জন্ম নেয়ার নিয়তি হিসাবে। প্রতিদিন কেউ না কেউ, কোথাও না কোথাও যন্ত্রদানবের চাকায় পিষ্ট হবে, স্বজন হারানোর শোকে পরিবারে
মাতম উঠবে, মা হারাবে সন্তানকে, সন্তান হারাবে পিতা-মাতাকে, ভাই হারাবে বোনকে, পরিবার হারাবে তার অতি আপনজনকে, এ যেন পূব দিকে জন্ম নিয়ে পশ্চিম দিকে অস্ত যাওয়ার সৌরজগতিয় বাস্তবতার মত চীরন্তণ সত্য। নিজস্ব কেউ না হলে এ নিয়ে মাথা ঘামানোর মত বাংলাদেশির সংখ্যাও কমে আসছে দিন দিন। আমাদের ব্যস্ততা এখন কাকে সরিয়ে কে যোগাযোগ মন্ত্রী হতে যাচ্ছেন এমন গবেষণা নিয়ে। যোগাযোগ মন্ত্রনালয় জিনিসটা আসলে কি, কি জন্যে এর পেছনে কোটি কোটি ট্যাক্স টাকা খরচ হয় এসব এখন গৌণ। আবুল হোসেনকে সরিয়ে ওবায়দুল কাদের এসে গেছেন, এখানেই থেমে যাচ্ছে যোগাযোগ মন্ত্রনালয়, এখানেই থেমে যাচ্ছে রাজনীতি, এখানেই থেমে যাচ্ছি আমি, আপনি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও গোটা জাতি। পদ্মা সেতু নির্মানের টাকা নিয়ে ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন মালয়েশিয়ান প্রতিনিধি, অর্থায়নের নিশ্চয়তা পেতে যাচ্ছে ৮ হাজার কোটি টাকার বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প, আয়োজন চলছে ৪৫০ কোটি টাকা ব্যয়ের রমরমা ক্রিকেট টুর্নামেন্ট, অথচ আয়োজন নেই এ পশুত্বকে নির্বাসনে পাঠানোর।
পাঠক, দিন শেষে নিশ্চয় নতুন একটা দিন আসবে। হয়ত আগের মতই আবর্তিত হবে সবকিছু। কিন্তু আপনি যে ফিরে আসবেন তার নিশ্চয়তা কোথায়? যদি তাই হয়, আগাম শোক রইল আপনার মৃত্যুতে।
WatchDog – AmiBangladeshi.org